সময় সংবাদ লাইভ রির্পোটঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চার থানায় পরিদর্শক পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
আদেশে বলা হয়েছে অফিসার ইনচার্জ হিসেবে বদলিকৃত কর্মকর্তারা হলেন- মুগদা থানার নিরস্ত্র পরিদর্শক (তদন্ত) আবুল খায়েরকে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে।
শাহবাগ থানার নিরস্ত্র পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদারকে রূপনগর থানার ওসি এবং রূপনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদকে বাড্ডা থানার ওসি করা হয়েছে। বাড্ডা থানার ওসি মো. পারভেজ ইসলামকে পল্লবী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
একই আদেশে পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলীকে গোয়েন্দা শাখার (ডিবি) গুলশান বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে ডিবি গুলশান বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আব্দুল মালেককে ডিএমপির ডেভেলপমেন্ট বিভাগে নেওয়া হয়েছে।
রূপনগর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু মাহমুদ কাওসার হোসেনকে শাহবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
সময় সংবাদ লাইভ।