Header Border

ঢাকা, শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল) ৩০.৩°সে
শিরোনাম
প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে সেনা প্রধানের সাক্ষাৎ সেনাবাহিনীর এই অভিযানে একজন অপরাধীও যেন বাদ না যায় ! সেনাবাহিনীর এই অভিযানে একজন অপরাধীও যেন বাদ না যায় ! অন্তর্বর্তী সরকারকে আরও সময় দিতে চায় বিশ্ব সম্প্রদায় ! ফিলিস্তিনকে সমর্থন ও ইসরাইলকে বয়কটের আহ্বান এরদোগানের আজ ঢাকায় সমাবেশ,৯ মহানগরে শোভাযাত্রা;নতুন বার্তা দেবেন তারেক রহমান মোজাম্মেল-শাহরিয়ার-শ্যামল ৭ দিনের রিমান্ডে ডিসি নিয়োগ নিয়ে আজও বিক্ষোভ সচিবালয়ে অন্তর্বর্তীকালীন সরকারে কাছে ৯টি দফা দাবি জানিয়েছে নদী ও প্রাণ-প্রকৃতি নিরাপত্তার সামাজিক সংগঠন ‘নোঙর ট্রাস্ট’। ভারত পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে প্রভুত্বের রাজনীতি করেছে: মির্জা ফখরুল

নতুন তালেবান সরকার নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন

যুক্তরাষ্ট্র https://www.dailynayadiganta.com/

সময় সংবাদ রিপোর্টঃমার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে যে নতুন তালেবান সরকার নিয়ে তারা উদ্বিগ্ন। কারণ, আফগানিস্তানের এ নতুন তালেবান সরকারের অনেক সদস্যই মার্কিনবিরোধী সামরিক অভিযানের নেতৃত্ব দিয়েছেন। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ যে নতুন সরকার ঘোষণা করেছে তা নিয়ে পর্যবেক্ষণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এদিকে তালেবান কর্তৃপক্ষের এ নতুন সরকারের নেতৃত্বে আছেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনীর বিরুদ্ধে লড়াই করার কারণে তাকে জাতিসঙ্ঘের মাধ্যমে কালো তালিকাভুক্ত করা হয়েছিল। এছাড়া সিরাজউদ্দিন হাক্কানিকে তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। তিনিও মার্কিনবিরোধী সামরিক অভিযানের নেতৃত্ব দিয়েছেন। এ কারণে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই তাকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছে।

তালেবান নামের এ ইসলামপন্থী সংগঠনটি মাত্র তিন সপ্তাহে পশ্চিমা মদদপুষ্ট সাবেক আফগান সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে। এখন তারা তাদের নতুন সরকার ঘোষণা দিয়েছে। এ সরকারে পশ্চিমা ও মার্কিনবিরোধী ইসলামপন্থীরাই গুরুত্বপূর্ণ পদগুলো নিয়ন্ত্রণ করছে।

এ কারণে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম নতুন তালেবান সরকারের বিষয়ে বলেছেন, তালেবানের নতুন সরকারের মন্ত্রীরা (মার্কিন বাহিনী) হত্যাকারী, কসাই। তারা (মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনীর ওপর) চোরাগোপ্তা গেরিলা হামলা করত।

লিন্ডসে গ্রাহাম একজন সিনিয়র রিপাবলিকান সিনেটর। তিনি আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেয়াকে ভুল পদক্ষেপ বলে নিন্দা করেন। তিনি প্রেসিডেন্ট বাইডেনের সিদ্ধান্তকে চরম ভুল পদক্ষেপ বলে অভিহিত করেন।

বুধবার নতুন তালেবান সরকার নিয়ে এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা দেখেছি তালেবানরা যাদেরকে আফগানিস্তানের মন্ত্রিসভায় স্থান দিয়েছে তারা তাদের সদস্য অথবা সহযোগী। এছাড়া এ মন্ত্রিসভায় কোনো নারীকে স্থান দেয়া হয়নি। আমরা তালেবানের কিছু মন্ত্রীকে নিয়ে উদ্বিগ্ন। তবে আমরা তালেবান কর্তৃপক্ষের কথায় নয় বরং কাজ দিয়ে তাদের বিচার করব। আমরা আশা করি তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানে আটকে পড়া বিদেশী ও (পশ্চিমা বাহিনীর সহযোগিতাকারী) আফগানদের নিরাপদে বাইরের দেশগুলোতে যেতে দিবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, আমরা আশা করি যে তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানের মাটিকে কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করবে না। কারণ, বিশ্ব তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে।

সূত্র : বিবিসি

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে সেনা প্রধানের সাক্ষাৎ
সেনাবাহিনীর এই অভিযানে একজন অপরাধীও যেন বাদ না যায় !
সেনাবাহিনীর এই অভিযানে একজন অপরাধীও যেন বাদ না যায় !
অন্তর্বর্তী সরকারকে আরও সময় দিতে চায় বিশ্ব সম্প্রদায় !
ফিলিস্তিনকে সমর্থন ও ইসরাইলকে বয়কটের আহ্বান এরদোগানের
আজ ঢাকায় সমাবেশ,৯ মহানগরে শোভাযাত্রা;নতুন বার্তা দেবেন তারেক রহমান

আরও খবর