Header Border

ঢাকা, শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল) ১৯.৬৫°সে

নলছিটিতে কলেরা সেলাইন এর ব্যাপক সংকট

সময় সংবাদ লাইভ রির্পোটঃ মহামারী কভিড ১৯ এর সাথে যুক্ত হইছে কলেরা যা মরার উপর খড়ার গা এর মতো।

নলছিটি উপজেলার ভিবিন্ন বাজারে খোজ নিয়ে জানা গেছে যে তাদের কাছে কলেরার পর্যাপ্ত সেলাইন সাপ্লাই নাই। নাচনমহল ইউনিয়নের এক রোগীর কলেরা দেখা দিলে স্থানীয় বাজারে পল্লী চিকিৎসক কুট্টি উক্ত কলেরা রোগী কে চিকিৎসা দেয় এবং সেলাইন দেয় কিন্তু বাজারের কোন ঔষধের দোকানে কলেরা সেলাইন না থাকায় তারা বাধ্য হয়ে রোগী কে নিয়ে উপজেলা স্বাস্থ কম্পেলেক্স নেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ কম্পেলেক্স এর সন্মানিত পরিচালক ডা . মনিবুর রহমান জুয়েল বলেন। স্বাস্থ কমপেক্স এ যে পরিমাণ সিট আছে সে তুলনায় রোগীর সংখ্যা অনেক হসপিটালে জনবল যা আছে তা দিয়ে চাপ সামাল দেয়া সম্ভব কিন্তু নতুন করে কলেরা সেলাইন সংকট।

সন্মানিত পরিচালক মহোদয় বিষয়টা উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ সিদ্দিকুর রহমান ও ইউএনও মহোদয় রুম্পা সিকদার কে অবহিত করেন।
উক্ত ঘটনা সাবেক শিল্প মন্ত্রী জনাব আমির হোসেন আমু মহোদয় কে জানানো হচ্ছে তিনি সাহায্য করার কথা ব্যাক্ত করছেন।
পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব আঃ ওয়াহেদ খান সাহেব কে উক্ত ঘটনা জানানো হলে তিনি ৪২০০০ হাজার টাকা দেন।

উপজেলা চেয়ারম্যান সাহেব ও ইউএনও মহোদয় ৫০০০০ হাজার টাকা সেলাইন এর জন্য দেন।
এছাড়া এই ঘটনা জানার পর নলছিটির ধনাঢ্য ব্যাক্তিরা এগিয়ে আসছেন। নলছিটির ধনাঢ্য ব্যাক্তি জনাব মাহফুজ খান ১০০০ ব্যাগ ১ লিটার কলেরা সেলাইন দেন। তাছাড়া জনাব কাজী আলমগীর ৩০০ ব্যাগ ৫০০ মিলি কলেরা সেলাইন দান করেন।
হসপিটালে গ্লোবস ও হ্যান্ড স্যানিটাইজ্জারের স্বল্পতা শুনে মেয়র মহোদয় আরও ২৫০০০ টাকা উক্ত জিনিস কেনার জন্য দেন

স্বাস্থ কমপেক্স এর পরিচালক মহোদয় বলেন আল্লাহ চাইলে আর সকলের সহযোগিতা পেলে ইনশাআল্লহ এই সংকট কাটিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ।

সোহেল মাহমুদ, নলছিটি প্রতিনিধি, সময় সংবাদ লাইভ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ওষুধের দামে নাভিশ্বাস
লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
‘খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর বিষয়ে সরকারের কিছু করার নেই’
সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত ৮০ হাজার ছাড়াতে পারে
লাখ ছুঁই ছুঁই ডেঙ্গু রোগী
আগস্টে রেকর্ড ডেঙ্গু আক্রান্তের আশঙ্কা

আরও খবর