সময় সংবাদ রিপোর্টঃ নলছিটি আমিরাবাদ বাজারে ভোক্তা অধিকার অভিযান চালানো হয়েছে। ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ইন্দ্রনি দাসের নেতৃত্বে খাবারের দোকান কিছু কসমেটিকের দোকান অভিযান চালানো হয়েছে। প্রতিটি দোকান কে সতর্ক করে দেয়া হচ্ছে যাতে তারা কোন রকমের ডেট ওভারের কোনো পণ্য যাতে তারা বিক্রি না করে।
এ সময় ভেজাল খাবার পরিবেশন করার দায়ে এক খবারের দোকানদারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
মেহেদী হাসান,রাজাপুর প্রতিনিধি,সময় সংবাদ লাইভ।