সময় সংবাদ লাইভ রির্পোটঃ পত্রপত্রিকার সংবাদ, রাজনৈতিক দলের নেতা/নেত্রী বিবৃতি বা পোষ্ট, ধর্মীয় নেতার ওয়াজ, ফেসবুকের পোষ্টে কমেন্ট সেকশনে মানুষ যে ভাষায় কমেন্ট করে তা গালিগালাজ ও ভীষণ আপত্তিকর।
নিউজ,ফেসবুক পোস্ট, বিশেষ ব্যক্তির বিবৃতির
কমেন্ট সেকশনে যারা মন্তব্য বা প্রতিক্রিয়া দেখান তাদের মধ্যে অল্প শিক্ষিত থেকে উচ্চ শিক্ষিত সবাই আছেন।
মুখের ভাষা এতো বিশ্রী যে যা দেখে প্রতিনিয়ত
বাকরুদ্ধ হয়ে যেতে হয়
কোনো ব্যক্তির বক্তব্য/ বিবৃতি, ফেসবুক পোস্ট, মতাদর্শ আপনার ভালো না লাগতে পারে
এই ভালো না লাগা আপনি গঠনমূলকভাবে যুক্তি দিয়ে তুলে ধরতে পারেন সর্বপোরি তাকে ত্যাগ করতে পারেন।
ব্যক্তিগত আক্রমণ, নাম ব্যঙ্গ করা, মাবাবাকে গালাগাল করা, বিকৃত ছবি শেয়ার করা, হুমকি ধামকি দেয়া এগুলো মূলত নৈতিক মূল্যবোধের অবক্ষয় যা ধীরে ধীরে সমাজে ভয়ানক ব্যাধী বিস্তার করবে।
ফেসবুক সামাজিক গণমাধ্যম হিসেবে বিস্তার ভূমিকা রাখতে পারে ৯০% মানুষ( আমার ধারণা ভুল না হলে) ফেসবুকে এসে গালাগাল করে, বিশ্রী ভাষায় কমেন্ট করে চলে যায়..
এ পরিস্থিতি থেকে এ জাতিকে এখনই নিবৃত্ত করা উচিত।
লেখক: আবদুর রাজ্জাক,
কবি ও প্রাবন্ধিক
সময় সংবাদ লাইভ /৬এপ্রিল