সময় সংবাদ লাইভ রিপোর্ট : আহাজারিতে ভারি হয়ে উঠেছে নারায়ণগঞ্জের বাতাস। প্রতি মুহূর্তেই বাড়ছে আতঙ্ক। প্রতিক্ষণেই দীর্ঘশ্বাসের বোঝা। ক্ষণে ক্ষণে বাড়ছে মৃত্য । মৃত্যুর বিভীষিকায় ক্ষতবিক্ষত হয়ে উঠেছে নারায়ণগঞ্জবাসীর অন্তর। শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের ফতুলল্লার পশ্চিমতললা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৩৭ জনকে হাসপাতালে নেওয়া হলে শনিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ০৯টা) ১৮ জনের মৃতু্য হয়। এদের মধ্যে গতকাল রাত পর্যন্ত স্বজনদের কাছে ১৬টি মরদেহ হস্তান্তর করা হয়েছে। শনিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এ হস্তান্তর কার্যক্রম। বাকি দুজনের মরদেহ আজ হস্তান্তর করা হবে বলে জানা গেছে। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক জানান, এখন পর্যন্ত ১৬টি মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে তারা হলেন- রিফাত (১৮), মোস্তফা কামাল (৩৪), জুবায়ের (১৮), তার ভাই সাব্বির (২১), কুদ্দুস বেপারী (৭২), হুমায়ুন কবির (৭০), ইব্রাহিম (৪৩), মোয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮), তার ছেলে জুনায়েদ (১৭) ও জামাল (৪০), জুবায়েদ (৭), রাসেদ (৩০), কাঞ্চন হাওলাদার (৪০), জয়নাল আবেদিন (৩৮), নয়ন (২৭) ও মাইনুদ্দিন (১২)। ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, তিতাস গ্যাস এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসন পৃথক কমিটি গঠন করেছে। এদিকে, নিহতের লাশ দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হবে। জানা গেছে, দগ্ধদের শ্বাসনালি পুড়ে যাওয়ার কারণে অধিকাংশের অবস্থাই আশঙ্কাজনক। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের উপদেষ্টা ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে জানান, হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ব্যক্তিদের বেশির ভাগের শরীরের ৬০ থেকে ৭০ ভাগ পুড়ে গেছে। তাদের বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক। হৃদয়বিদারক এ ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিবৃতিতে তারা শোক ও দুঃখ প্রকাশ করে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দগ্ধদের খোঁজ-খবর রাখছেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। দগ্ধদের ব্যাপারে খোঁজ-খবর নিয়েছেন এবং তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন। নারায়ণগঞ্জ শহরের পশ্চিমতলস্না এলাকার বায়তুস সালাত জামে মসজিদে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় মসজিদে ৫০ জনের মতো মুসলিস্ন ছিলেন। তাদের সবাই কমবেশি দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিদের মধ্যে গুরুতর আহত ৩৭ জনকে ওই রাতেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও পস্নাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে বিস্ফোরণের পর মসজিদটি ধ্বংসস্তূপে পরিণত হয়। বিস্ফোরণে মসজিদের ভেতরে থাকা ছয়টি এসির সবকটি পুড়ে গলে গেছে। মসজিদ ভবনের সস্নাইডিং জানালার কাচ উড়ে গেছে, ভেতরে ফ্যান, বিদু্যতের তার, প্যানেল বোর্ডসহ সবকিছু পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে মসজিদের ভেতরে গ্যাস জমে যায়। পরে বৈদু্তিক শর্টসার্কিট বা অন্য কোনোভাবে অগ্নিস্ফুলিঙ্গের সৃষ্টি হলে সেখানে শক্তিশালী বিস্ফোরণ ঘটে ও আগুন লেগে যায়। স্থানীয়দের বরাত দিয়ে ফতুলস্না থানার পরিদর্শক শফিকুল ইসলাম জানান, ঘটনার সময় মসজিদের ভেতরে অর্ধশতাধিক ইবাদত করছিলেন। হঠাৎ বিকট বিস্ফোরণ ঘটলে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভেতরে যারা ছিলেন, প্রায় সবাই কমবেশি দগ্ধ হন। বিস্ফোরণে মসজিদের থাইগস্নাস উড়ে যায়। ফায়ার ব্রিগেডের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন বলেন, দেড় টনের ৬টি এসির সবগুলো একসঙ্গে বিস্ফোরিত হয়েছে। এসিতে ব্যবহৃত ফ্রেয়ন গ্যাসের অস্তিত্ব তারা মসজিদের ভেতরে বাতাসে পেয়েছেন। তিনি বলেন, এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কি না- তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক আব্দুলস্নাহ আরেফিন জানান, ওই মসজিদের সামনে তিতাস গ্যাসের লাইনে লিকেজ আছে, এটা তারা দেখেছেন। আসলে কী ঘটেছে, সেটা তদন্ত করার পরে নিশ্চিত হওয়া যাবে। তিন তদন্ত কমিটি বাইতুস সালাত জামে মসজিদে একসঙ্গে ৬টি শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রে (এসি) বিস্ফোরণ কেন ঘটেছিল, তার তদন্তে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, তিতাস গ্যাস ও জেলা প্রশাসনের তিনটি কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল জিলস্নুর রহমানকে আহ্বায়ক করে গঠিত চার সদস্যের তদন্ত কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- ঢাকা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্মন, উপ-পরিচালক (অপারেশন্স) নুর হাসান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুলস্নাহ্ আরেফিন। তিতাস গ্যাসের ঢাকা অফিসের মহাব্যবস্থাপক আবদুল ওহাবকে প্রধান করে কর্তৃপক্ষ পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে। কোম্পানির নারায়ণগঞ্জ অফিসের ডিজিএম মফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এই ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা তাহেরী ববিকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই তদন্ত কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।