সময় সংবাদ রিপোর্ট:কুমিল্লায় নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ মঙ্গলবার তার পক্ষে আইনজীবী কায়সার কামাল হাইকোর্টেরসংশ্লিষ্ট শাখায় একটি আবেদন দায়ের করেন।
২০১৫ সালের ২৫ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। গত ১৩ সেপ্টেম্বর কুমিল্লার বিশেষ ট্রাইব্যুনাল-১ এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। রায় ঘোষণার পর পরই খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন।