সময় সংবাদ রিপোর্ট: করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে উন্মুক্ত স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করাসহ ১১ দফা নির্দেশনা দিয়ে বিধিনিষেধ আরোপ করেছে সরকার।আগামী ১৩ জানুয়ারি থেকে এ বিধিনিষেধ কার্যকর হবে বলে সোমবার (১০ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।অথচ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের প্রার্থীদের প্রচারণা চালানোর শেষ দিন ১৪ জানুয়ারি এবং ভোটগ্রহণ ১৬ জানুয়ারি। এ কারণেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোভিড আক্রান্তের হার ক্রমবর্ধমান হওয়ায় উন্মুক্ত স্থানে সর্বপ্রকার সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশসমূহ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে।নাসিক নির্বাচন হবে কি না প্রসঙ্গে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল (মঙ্গলবার) ইসিতে সভা হওয়ার কথা রয়েছে।’তিনি বলেন, যেহেতু ১৩ জানুয়ারি থেকে বিধিনিষেধ কার্যকর হবে, আমরা চাইব নির্বাচনের প্রচারণা এক দিন আগেই শেষ করার। তবে এ ব্যাপারে মঙ্গলবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর আলোচনা করে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এর আগে করোনার বিধিনিষেধ জারি করার পরে দেশের বিভিন্ন এলাকায় ভোট পিছিয়ে দেওয়া হয়েছে।