Header Border

ঢাকা, সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.৬৩°সে

নাসিমা খান-এর কবিতা

আহব্বান

মুছে ফেল হৃদয়ের কালিমা ও দাগ
ভুলে যাও দুঃখ যা আছে।
অতীতের স্মৃতিটুকু থাকনা পিছে পড়ে।
তাকে আর ডাকিও না কাছে,
যাক দূরে সকল ব্যাথা বেদনা
ছিল যাহা অন্তরে।
সাম্য ভাব উঠুক জেগে
হৃদয়ের মধ্যখানে সুমহান সুরে।
নব তান উঠুক জেগে,
বিশ্ব প্রেমে মাতাও অন্তর।
নাও তাকে তুলে নিজ অন্তরে,
মনে রেখনা অতীতের সহস্র আঘাত।
যে আঘাতে হৃদয় হয়েছিল ক্ষত- বিক্ষত।
মুছে ফেল সেই স্মৃতি গুলো,
ভুলে যাও সেই ব্যাথা ও যন্ত্রনা।
যা ছিল তোমার বুকে।
এ জীবন নয় শুধু কষ্টের,
তাই শত কষ্টকে চাই-
সুখে পরিনত করতে।
কে আপন কেবা পর!এক হয়ে যাও।
এক হয়ে ধর তান গাও
বিজয়ের গান।
হও বিশ্ব প্রেমে প্রেমিক
জানাই এ আহব্বান।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কবি আব্দুল্লাহ আল ফয়সালের “মা” কবিতা।
প্রকৃতি কবি দেলোয়ার হোসেনের “তুমি যেন এক অপার্থিব কাব্য”
আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী
সৈয়দ আবুল মকসুদ আর নেই
মহান বিজয় দিবসে আলমগীর পারভেজের কবিতা

আরও খবর