সময় সংবাদ লাইভ রিপোর্টঃ আগামী ২রা এপ্রিল ঐতিহ্যবাহী নিকেতন সোসাইটির সাংগঠনিক প্রতিনিধিদের নির্বাচন.এরই মধ্যে প্যানেল ভিত্তিক প্রচার- প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে গুলশানের নিকেতন সোসাইটির আওতাভুক্ত প্রতিটি অলিগলি. সকলের মুখেই নিকেতনকে আরও শক্তিশালী ও সুশৃংখল করার অঙ্গীকার পাওয়া যাচ্ছে.
এ বিষয়ে কথা হয় নিকেতন সোসাইটির আজীবন সদস্য(সদস্য নং ২৫০)জনাব ফজলে রাব্বী সানির সাথে.সময় সংবাদ লাইভের সাথে দীর্ঘ আলাপকালে নিকেতন সোসাইটিকে একটি আধুনিক ও সমৃদ্ধশালী সোসাইটিতে পরিণত করা ও আওতাভুক্ত এলাকার সকল শ্রেণীর মানুষের নিরাপত্তাসহ মৌলিক অধিকারের বিষয়ে কথা বলেন.
তিনি বলেন-
- নিকেতন অবশ্যই একটি সম্পূর্ণ “ডিজিটাল” সোসাইটি হবে।
- সম্পূর্ন অটো-মেশন / নিজস্ব অ্যাপস ও সিটি কর্পোরেশন আ্যাপস সমন্নয় এর মাধ্যমে নিকেতন অধিবাসীগণ তাদের সুবিধা ভোগ করবে।
- পুরো নিকেতন নেট ওয়াকিং / ওয়াইফাই জোনের আন্ডারে থাকবে।
- সিসি ক্যামেরার মাধ্যমে সেন্ট্রাল সিকিউরিটি সিস্টেম থাকবে(অবশ্যই লোকাল থানার অধীনে আওতাভুক্ত হইতে হবে)।
- ইনডোর গেমস (বাচ্চাদের প্লে কর্নার, বক্সিং প্লে গ্রাউন্ড , জিম,বাচ্চাদের আর্ট শিখানো,নাচ গান শেখানোর ব্যবস্থা,কারিগরি শিক্ষা, স্কুল, কুরআন শিক্ষা ইত্যাদি ব্যবস্থা থাকবে।
- নিকেতন অধিবাসীদের জন্য, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে ওষুধ, মেডিকেল ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং সকল প্রকার নাগরিক সুবিধা নিকেতন সোসাইটি বহন করবে।
- এই সকল কাজের জন্য নিকেতন অধিবাসীগণ নিকেতন সোসাইটিকে সার্ভিস বেনিফিট প্রদান করিবে।
- নিকেতন সোসাইটির এভাবে ফান্ড বৃদ্ধি হলে ভবিষ্যতে এই ফান্ড দিয়ে বিভিন্ন সেবা মূলক কাজ এবং দেশের সাধারণ জনগণের জন্য কিছু করা বা দেশের যে কোনো দুর্যোগ ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত থাকতে পারবে।