সময় সংবাদ রিপোর্টঃ সিকিউরিটি সেন্টার নামের নতুন পেজ চালু করেছে হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ব্যবহারকারীদের সুরক্ষা সুবিধা বাড়াতে এই পেজ চালু করা হয়েছে। স্প্যাম বার্তা এবং অনাকাঙ্ক্ষিত কল থেকে সুরক্ষিত রাখতে সুরক্ষা তথ্য ও সেবা সম্পর্কে এই পেজ থেকে ব্যবহারকারীরা তথ্য জানতে পারবেন।
হোয়াটসঅ্যাপের সিকিউরিটি সেন্টার পেজটি ইংরেজি; হিন্দি, পাঞ্জাবি, তামিল, তেলেগুসহ আরও ১০টি ভারতীয় ভাষায় উন্মুক্ত করা হয়েছে। পেজটিতে রয়েছে দুই স্তরের যাচাইকরণ, স্ক্যামস ও গ্রুপ কন্ট্রোল।
সূত্র জানায়, ভারতীয় ব্যবহারকারীরা বিদেশি নম্বর থেকে অনাকাঙ্ক্ষিত কল ও মেসেজ পাওয়ার পর তাদের অভিযোগের ভিত্তিতে পেজটি চালু করেছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি দেশটিতে হোয়াটসঅ্যাপের স্প্যাম কল ও মেসেজের মাধ্যমে জালিয়াতির ঘটনা বেড়ে যায় এবং অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠে।