Header Border

ঢাকা, সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২২.৯৬°সে

নির্বাচন আর পেছানোর সুযোগ নেই : সিইসি

সময় সংবাদ রিপোর্ট:আগামী ৩০ ডিসেম্বরের পর জাতীয় সংসদ নির্বাচনের তারিখ আর পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।  মঙ্গলবার বেলা ১১টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি একথা বলেন।

নুরুল হুদা বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা খুবই গুরুত্বপূর্ণ। এটি এতটাই গুরুত্বপূর্ণ যার গুরুত্বের সঙ্গে অন্য কারও গুরুত্বের তুলনা করা যায় না। অর্থাৎ এই নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়। এই নির্বাচনের মাধ্যমেই একটি মন্ত্রিপরিষদ গঠিত হয় এবং এই নির্বাচনের মাধ্যমে সরকার পরিচালিত হয়।’

নির্বাচন পরিচালনার গুরুদায়িত্ব আপনাদের হাতে জানিয়ে সিইসি বলেন, ‘এই নির্বাচনে আপনারা অবজারভেশনে আছেন, পর্যবেক্ষণে আছেন। এই নির্বাচনে আপনারা কি মানুষের আস্থা, দৃঢ়তায় অবস্থান করবেন কি না সেটা আপনাদের ওপরই নির্ভর করবে। ‘

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে আপনার উপর আপনার এলাকার ভার যেমন নির্ভর করে, তেমনি সামগ্রিকভাবে জাতীয় নির্বাচন আপনাদের সম্মিলিত প্রচেষ্টার উপর নির্ভর করে। যার দায়ভার নির্বাচনের কমিশনের উপর এসে যাবে।  যেটা আমরা গ্রহণ করতে পারব না। ‘

এ সময় রিটার্নিং কর্মকর্তাদের সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করার অনুরোধ জানান সিইসি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মানববন্ধনে নিরাপত্তা চেয়ে ডিএমপি কমিশনারকে বিএনপির চিঠি
আন্দোলন জোরদার করতে নতুন কৌশলে বিরোধী দলগুলো
ঘূর্ণিঝড় ‘মিগজাউম’: রাজধানীসহ বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
পছন্দের থানায় যেতে ওসিদের দৌড়ঝাঁপ
কারাবন্দি নেতাকর্মীর ‘যন্ত্রণার জীবন’
বাছাই ডিঙাতে পারেননি আলোচিত অনেক প্রার্থী

আরও খবর