সময় সংবাদ রিপোর্ট:বাজারে পাওয়া যাচ্ছে সাদা রঙের ইয়াবা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে গোলাপি রঙের বদলে সাদা রঙের ইয়াবা বাজারে নিয়ে এসেছে মাদক ব্যবসায়ীরা। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে পশ্চিম রামপুরা উলন রোডের থাই আবাসিক এলাকার সামনে থেকে ৮০ পিস সাদা রঙের ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৩ এর স্টাফ অফিসার (অপারেশন্স) বীণা রানী দাস বলেন, ‘ইয়াবা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে আমরা থাই আবাসিক এলাকার এক নম্বর গেটের সামনে অভিযান চালাই। তখন রাজিব মোল্লা (২২) নামে একজনকে ইয়াবাসহ আটক করা হয়। তার কাছে ৮০ পিস সাদা রঙের ইয়াবা ও দুটি মোবাইল সেট পাওয়া যায়।’
রাজিবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছে সে। সমপ্রতি মাদকবিরোধী অভিযানে কোণঠাসা হয়ে নিত্যনতুন কৌশলের অংশ হিসেবে সে টেকনাফের এক মাদক ব্যবসায়ীর সহায়তায় মিয়ানমারে তৈরি সাদা রঙের ইয়াবা ট্যাবলেট এনেছে।’
জব্দ করা সাদা রঙের এই ইয়াবার মধ্যে নিষিদ্ধ অ্যামফিটামিন উপাদান পাওয়া গেছে বলে জানান বীণা রানী। তিনি বলেন, ‘মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করতে মাদকচক্রটি মিয়ানমার থেকে গোলাপি রঙের ইয়াবার পরিবর্তে সাদা রঙের ইয়াবা ট্যাবলেট এনেছে। জব্দ করার পরপরই ইয়াবা ট্যাবলেটগুলো পরীক্ষাগারে পাঠানো হয়।’