সময় সংবাদ রিপোর্ট : গেল বছরের শেষে মুক্তি পেয়েছিলো ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমা। সিনেমায় আল্লু অর্জুনের একটি ডায়লগ ছিলো ‘ঝুকেগা নেহি’ যা নেট মাধ্যমে রীতিমত ভাইরাল।সিনেমায় যতই বলুক না কেন ‘ঝুকেগা নেহি’ বাস্তবে কিন্তু আইন ও প্রসাশন ব্যবস্থার কাছে ঝুঁকতেই হলো এই সুপারস্টারকে। পর্দায় নিয়ম ভেঙ্গে নায়ক যা খুশি তা করতে পারলেও বাস্তবে তা আর সম্ভব না।সম্প্রতি দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুনকে দিতে হয়েছে নিয়ম ভাঙ্গার মাশুল। দিয়েছেন ৭০০ টাকা জরিমানা। কারণ হলো, তার দামি গাড়ির কালো কাচের জন্য।
যা ভারতীয় প্রশাসনের নিয়মবিরুদ্ধ। এর পিছনে কারণও আছে। গাড়ির ভিতর কালো কাচের আড়ালে যাতে কোনও অনৈতিক কাজ কেউ করতে না পারেন, তার জন্যই প্রশাসনের পক্ষ থেকে এই ব্যবস্থা।ভারতে আল্লুর মত অনেক তারকারাই নিয়ম ভেঙ্গে তাদের গাড়ির কাচ হয় কালো অথবা অন্য রঙ এর গ্লাস লাগান। এর দুটি সুবিধা রয়েছে একটি হল গাড়ির ভিতরের ঠান্ডা বাইরে যাবে না। বাইরের মানুষ বুঝতে পারবেন না, ভিতরে কোন তারকা রয়েছেন কি না।দীর্ঘদিন থেকে নাকি এই বিষটি নজরে এসেছিলো ভারতের হায়াদ্রাবাদ পুলিশের। প্রভাবশালী থেকে বড় মাপের অভিনয়শিল্পী কাউকে এই বিষয়ে ছাড় দিচ্ছে না পুলিশ প্রশাসন। নিয়ম না মানলেই সবাইকে ধরিয়ে দিচ্ছে জরিমানার চালান।