সময় সংবাদ রিপোর্ট : নেইমার-এমবাপের হ্যাটট্রিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানে টেবিলের তলানির দল ক্লেরমন্ত ফুতের বিপক্ষে ৬-১ গোলের বড় জয় তুলেছে ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজি।ক্লেরমন্ত আঙ্গিনা গ্যাব্রিয়েল-মন্তপিডে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে শক্তিশালী পিএসজির আক্রমণভাগ। ম্যাচের ৬ মিনিটেই বন্ধু মেসির বাড়িয়ে দেয়া বলে গোল করে দলকে লিড এনে দেন নেইমার। এরপর একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে ক্লেরমন্তের রক্ষণভাগ।১৯ মিনিটে এমবাপের গোলে ব্যবধান দ্বিগুণ করেন পিএসজি। এবারও বলের যোগান দাতা মেসি। ৪২ মিনিটে জোডেল দোসোর গোলে ম্যাচে ফেরার আবাস দিয়ে বিরতিতে যায় ক্লেরমন্ত।
বিরতি থেকে ফিরে কিছুটা ছন্নছাড়া ফুটবল খেলে পিএসজি। গুছিয়ে উঠে ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়িয়ে নেন নেইমার।এর পর একের পর এক আক্রমণ করে ৭৪ ও ৮০ মিনিটে গোল করে হ্যাটট্রিক আদায় করে নেন ফরাসি ২৩ বর্ষী ফুটবলার। ৮৩ মিনিটে ক্লেরমন্তের জালে শেষ গোল দিয়ে গোল উৎসব করে হ্যাটট্রিক আদায় করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।আগামী ১৮ এপ্রিল মার্সেইয়ের বিপক্ষে ফ্রেঞ্চ লিগ ওয়ানে ফের মাঠে নামবে পিএসজি।