সময় সংবাদ রিপোর্টঃ নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক পারাপারের সময় পিকআপ ভ্যানের চাপায় জয় রবি দাস (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার রাতে জেলার পুর্বধলা উপজেলার ভবের বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর উপজেলার গোয়ালাকান্দা ইউনিয়নের কিসমত বারেঙ্গা গ্রামের নুকুল রবিদাসের ছেলে। ওই কিশোর ভবের বাজার এলাকার পল্লী চিকিৎসক আব্দুল মোতালেবের ফার্মেসির কর্মচারী ছিল।
নিহতের চাচা লিটন ও এলাকাবাসী মোতালেবসহ প্রত্যক্ষদর্শীরা জানান, ফার্মেসির কাজ শেষ করে প্রতিদিনের ন্যায় বাড়ির দিকে রওনা হয় জয়। সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান চাপা দিয়ে ময়মনসিংহের দিকে ছুটে যায়। এসময় স্থানীয়য়া এগিয়ে এসে দ্রুত উদ্ধার করে নেত্রকোনা জেল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নেত্রকোনা জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেডিকেল অফিসার মাহমুদুর রহমান জানান, জয় রবিদাসকে হাসপাতালে আনার দুই থেকে তিন মিনিটের মধ্যে মৃত্যু হয়েছে।