সময় সংবাদ রিপোর্ট:বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ঢাকা দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পটু ও স্বেচ্ছাসেবক দলের নেতা আওলাদ হোসেন উজ্জলকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, একাধিক মামলায় ওয়ারেন্টের আসামি মীর সরফত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অন্য দুজনকে গ্রেপ্তার করা হয়েছে কি না সে ব্যাপারে কিছুই জানাতে পারেননি তিনি।
39Shares