সময় সংবাদ লাইভ : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) দিবস আজ বুধবার। বরিশাল বিভাগের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় পবিপ্রবি দীর্ঘ পথপরিক্রমায় ২০ বছরে পা দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০০ সালের ৮ জুলাই দুমকিতে পবিপ্রবির শুভ উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন অনুষ্ঠানের সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে। পরে বিশ্ববিদ্যালয়ের স্থাপিত জাতীর জনক বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে।
এছাড়া দিবসটি উপলক্ষে প্রশাসনিক ভবনে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ।