সময় সংবাদ লাইভ রিপোর্টঃ এবার নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রাজনৈতিক এপিএস সিরাজুল ইসলাম গতকাল ১৩ নভেম্বর, শুক্রবার রাতে শাহরিয়ার আলমের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জ্বর, সর্দি-কাশির সমস্যা দেখা দেয়ার পর গত বুধবার রাজধানীর একটি হাসপাতালে নমুনা জমা দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পরে গত ১২ নভেম্বর, বৃহস্পতিবার পরীক্ষার ফলাফলে করোনাভাইরাস পজিটিভ আসে। বর্তমানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এই সংসদ সদস্য।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপিও গতকাল রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক নিজের পেজে এ তথ্য জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সুস্থতা কামনায় সবার দোয়া চান।
এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাশাপাশি জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনও করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল নিজের ফেসবুক পোস্টে এ কথা নিশ্চিত করেন তিনি নিজেই।
হুইপ লিখেন, ‘আমি গতকাল থেকে করোনা আক্রান্ত। আমার স্ত্রী গত ১১ দিন ধরে আক্রান্ত। অনূগ্রহপূর্বক আমাদের জন্য দোয়া করবেন।’