সময় সংবাদ রিপোর্ট:দেশে নির্বাচনের পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ নেই, এমন অবস্থা থাকলে ভোটে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বিএনপি।’
সোমবার সকালে দলের নয়াপল্টন কার্যালয়ে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি অনুষ্ঠানে দলের মহাসচিব এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত আন্দোলনের অংশ। এই নির্বাচনের মাধ্যমে স্বৈরাশাসকের পতন ঘটানো হবে। দেশনেত্রী খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে আনা হবে।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘এই বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য হাজার হাজার গণতান্ত্রিক কর্মীদের মুক্তির দাবিতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো। ’
এর আগে বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার মনোনয়ন ফরম উত্তোলনের মাধ্যমে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। খালেদা জিয়ার পক্ষে ফেনী-১ ও বগুড়া-৬ ও ৭ আসনের তিনটি মনোনয়ন ফরম তোলা হয়।
পরে ঠাকুরগাঁও-১ আসন থেকে নিজের জন্য মনোনয়ন ফরম তোলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ মুন্সীগঞ্জ-২ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন।