সময় সংবাদ রিপোর্ট : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কোভ এক বিবৃতিতে দাবি করেছেন, পশ্চিমাদের পাঠানো অস্ত্র বোঝাই একটি পরিবহন বিমান ভূপাতিত করেছে রুশ বাহিনী। শনিবার (১৬ এপ্রিল) এক বিবৃতিতে এমন দাবি করেন তিনি। খবর বিবিসির।বিবৃতিতে বলা হয়, ওডেসায় ইউক্রেনের একটি সামরিক বিমান ভূপাতিত করা হয়েছে। বিমানটি পশ্চিমা দেশগুলোর পাঠানো বিপুল পরিমাণ অস্ত্র বহন করছিল। রাশিয়ার এমন দাবির সত্যতা যাচাই করতে পারেনি গণমাধ্যমগুলো।এতে হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।এদিকে কোনাশেঙ্কোভের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, রুশ বিমানবাহিনী উচ্চক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে রাতারাতি ইউক্রেনের ১৬টি সামরিক স্থাপনা ধ্বংস করেছে। তারা ইউক্রেনের অনেক বিমান ধ্বংস করে দিয়েছে।
এর আগে ইগোর কোনাশেঙ্কোভে শনিবার একটি বিবৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে রুশ বাহিনীর মারিউপোল দখল করার ঘোষণা দেন। তার এমন ঘোষণার প্রতিক্রিয়ায় এখনো কিছু জানায়নি ইউক্রেন।ইগোর বিবৃতিতে জানান, মারিউপোলের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। এখানে এখনো ইউক্রেনের কিছু সেনা আছেন। তবে ইগোর দাবি করেন, তারা তাদের অবরুদ্ধ করে ফেলেছেন।তিনি ইউক্রেনের সেনাদের অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জীবন বাঁচাতে হলে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করতে হবে।