সময় সংবাদ লাইভ রির্পোটঃ- দিল্লির একটি পার্ক থেকে উদ্ধার করা হলো এক বিজেপি নেতার ঝুলন্ত মরদেহ। পশ্চিম দিল্লির বিজেপি শাখার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ওই নেতার নাম জি এস বাওয়া। সোমবার (২৯ মার্চ) সন্ধ্যায় পার্কের গ্রিল থেকে তাকে ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করেছেন তিনি। যদিও পুলিশ এখনই এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি।
পশ্চিম দিল্লির ফতে নগরে বাড়ি ওই বিজেপি নেতার। যে পার্ক থেকে তার মরদেহ উদ্ধার হয়েছে, সেটিও তার বাড়ি থেকে কাছে। পুলিশ জানিয়েছে, বাওয়ার বয়স হয়েছিল ৫৮ বছর।
তদন্তকারীরা জানিয়েছেন, বিভিন্ন দিক থেকে মৃত্যুর কারণ খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসল কারণ জানা যাবে।
এর আগে গত ১৭ মার্চ দিল্লিরই আরেক বিজেপি নেতা ও সাংসদ রাম স্বরূপ শর্মাকে তার বাড়িতে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া যায়। শর্মার মরদেহও তার ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছিল দিল্লি পুলিশ।
সময় সংবাদ লাইভ /৩০মার্চ