সময় সংবাদ লাইভ রিপোর্টঃবিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি উপলক্ষে পিরোজপুরের হুলারহাটে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়.এই বিশেষ দোয়া মাহফিলটির আয়োজন করে পিরোজপুর পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠন.
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সরোয়ার হোসেন হাওলাদার, জেলা ছাত্রদল নেতা মোঃ রুবেল, পিরোজপুর পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ সাইদুল ইসলাম, যুবদল নেতা আল আমিন এবং লিটন শেখ, ছাত্রদল নেতা শাহ জামাল সহ আরো অনেকে.
এ সময় বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়,এছাড়াও সারাদেশের উপর দ্বিতীয় ফেইজের করণা বিপর্যয়ের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করার জন্য বিশেষ দোয়া করা হয়.
মোঃফয়জুল হক শেখ,পিরোজপুর প্রতিনিধি,