ডেইলি নিউজ রিপোর্ট॥ রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি কাগজের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে দশটায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
শনিবার রাত ৯ টা ৪০ মিনিটে শহীদ নগরের ৬ নম্বর গলিতে কাগজের ওই গোডাউনে আগুন লাগে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান চ্যানেল আই অনললাইনকে জানান: রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আটটি ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে। কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।