“তুমি যেন এক অপার্থিব কাব্য”
-দেলোয়ার হোসেন
তোমার এক একটি ছবি যেন
এক একটি কাব্য।
শুধু কাব্য বললে ভুল হবে—
তুমি যেন মহাকাশের অনাবিষ্কৃত গ্যালাক্সি,
যেখানে লুকিয়ে আছে অসংখ্য চাঁদ, তারা।
কখনো মনে হয় তুমি এক শান্ত নদী,
নীরব ভালোবাসার স্রোতে ভেসে চলা—
আবার কখনো বা সমুদ্রের উত্তাল ঢেউ,
আবেগে ছড়িয়ে দাও হৃদয়ের প্রতিটি কূলে।
তুমি কখনো দূরের পাহাড়ি ঝরনা,
ঝরে পড়ো মুগ্ধতার সুরে,
আবার কখনো দূরের মাঠে রাখালের বাঁশি,
সেই সুরে জাগে হৃদয়ের অজানা হাহাকার।
তুমি কখনো বসন্তের প্রথম কুঁড়ি,
যার সুবাসে ঘুম ভাঙে অলস প্রকৃতির,
আবার কখনো শরতের আকাশ,
স্বচ্ছ, উদার, উদাস এক নীলতাভ প্রেম।
তুমি কখনো ভোরের প্রথম রোদ্দুর,
আলতো করে ছুঁয়ে যাও আত্মার জানালা,
আবার কখনো সন্ধ্যার শেষ তারা,
অন্ধকারে পথ দেখানো এক আলোছায়া।
তুমি শুধু ছবি নও, তুমি এক অনুভব,
তুমি এক স্বপ্ন, তুমি এক নীরব পবিত্রতা।
তোমার প্রতিটি ছায়ায়, প্রতিটি হাসিতে—
লুকিয়ে থাকে অনন্ত কাব্য, অনন্ত ভালোবাসা।