Header Border

ঢাকা, মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৮.৯৬°সে

প্রতিবছর ফ্লু হয়ে ফিরবে করোনা: চীনের গবেষণা

সময় সংবাদ লাইভ রিপোর্ট:বিশ্বের সব হিসাব পাল্টে দিয়েছে করোনাভাইরাস। কবে এর প্রতিষেধক আবিষ্কার হবে, কবে এটি নির্মূল হবে তা জানে না কেউ। এমন অবস্থায় চীনের গবেষকরা জানিয়েছেন আরও ভয়ংকর তথ্য। তাদের মতে, করোনাভাইরাস কখনো নির্মূল হবে না, বরং ফ্লু আকারে প্রতিবছর এটি ফিরে আসবে। কখনও কখনও যা ভয়াবহ আকার নেবে। খবর ব্লুমবার্গের।

চীনের ওই গবেষক দল মনে করছেন, সার্স ভাইরাসের মতো করোনাভাইরাসও বহু বছর ধরে সমস্যা তৈরি করবে। জ্বরসহ নানা ধরনের ফ্লুয়ের মত উপসর্গ নিয়ে হানা দিবে করোনা। অ্যাসিম্পটোম্যাটিক ক্যারিয়ার ধরে ছড়াবে সংক্রমণ। ঠিক এইভাবেই সার্স ১৭ বছর আগে আতঙ্ক তৈরি করেছিল। সার্সও এভাবে এক মানুষ থেকে আরেক মানুষের শরীরে ছড়ায়।

সোমবার বেইজিংয়ে এক অনলাইন সংবাদ সম্মেলনে একথা জানান চীনের একদল বিশিষ্ট ভাইরাল ও চিকিৎসা গবেষক।

চীনের অন্যতম মেডিক্যাল সংস্থা ইনস্টিটিউট অফ প্যাথোজেন বায়োলজির প্রধান জিন কি বলেছেন, মানুষের শরীরে দীর্ঘদিন থাকতে পারে করোনা ভাইরাস। যেটা ভয়ের। কারণ করোনাকে নির্মূল করা এখনও সম্ভব হয়নি। সেই চেষ্টা চলছে। তবে দীর্ঘদিন সোশ্যাল ডিসট্যান্স ও লকডাউন চালালে করোনার সংক্রমণ শেষ হতে পারে।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ‘মার্কিন প্রশাসনের বিজ্ঞানীরা দেখেছেন, কোভিড-১৯ ভাইরাস বধ করার ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে অতিবেগুনি রশ্মি। পারে ব্লিচ ও অ্যালকোহলের মতো জীবাণুনাশকও। আর ভাইরাস মাটিতে থাকলে সেটা ৩০ সেকেন্ডের মধ্যেই করা সম্ভব। এটাই এখনকার সবচেয়ে উল্লেখযোগ্য পর্যবেক্ষণ। এছাড়াও তার বক্তব্য ছিল তীব্র রোদ, গরম ও আর্দ্র আবহাওয়াতে করোনা ভাইরাস কার্যক্ষমতা সাময়িক ভাবে হারায়। গরম কাল চলছে। ফলে খুব বেশিদিন আর চোখ রাঙাতে পারবে না করোনা ভাইরাস।

এই দাবি নস্যাৎ করেছেন চীনা গবেষকরা। তারা জানিয়েছেন, এরকম কোনো তথ্য এখনও প্রমাণিত হয়নি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কর্মসূচির অনুমতি চাইতে গিয়ে জামায়াতের ৪ নেতা আটক
২৪ ঘণ্টায় ৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
বাংলাদেশ সঙ্ঘাতে নয়, শান্তিতে বিশ্বাসী : প্রধানমন্ত্রী
জাতির ক্রান্তিকালে জিয়াউর রহমানের সাহসী নেতৃত্ব ছিল অবিস্মরণীয় : মির্জা ফখরুল
অনুমোদন নেই ডায়াগনস্টিক সেন্টারের, ২ লাখ টাকা জরিমানা করে সিলগালা
অ্যাম্বুলেন্সে করে আদালতে নিপুণ রায়

আরও খবর