সময় সংবাদ রিপোর্ট:প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথগ্রহণ করেছেন বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। আজ সোমবার সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেয়র আবদুল্লাহকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী। আর কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এর আগে গত সোমবারের নির্বাচনে বরিশাল সিটি করপোরেশনের নতুন মেয়র নির্বাচিত হন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নৌকা প্রতীক নিয়ে এক লাখ ১১ হাজার ৯৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মজিবর রহমান সরওয়ার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছিলেন ১৩ হাজার ৭৭৬ ভোট। বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামালের মেয়াদকাল শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার। এদিন দায়িত্ব নেবেন নতুন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।