সময় সংবাদ রিপোর্টঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনা বাহিনীর প্রধান জনাব ওয়াকার -উজ-জামান। রবিবার (২২ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৭৯তম জাতিসংঘের সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগদানের জন্য (২৩সেপ্টম্বর) নিউইয়র্কের উদ্দেশে যাত্রা শুরু করবেন প্রধান উপদেষ্টা। উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে ২৭ সেপ্টেম্বর বক্তব্য দেওয়ার কথা জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান নিউইয়র্কের সফরের প্রাক্কালে আজ রবিবার তার সাথে সাক্ষাৎ করলেন সেনা প্রধান। এবং বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়েছে।