সময় সংবাদ রিপোর্ট:একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।একই সঙ্গে নির্বাচনে রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা প্রত্যাশা করেছেন তিনি।
রোববার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে কর্মকর্তাদের নিয়ে এক অনুষ্ঠানে তিনি একথা জানান।
নুরুল হুদা বলেন, ‘এবার ২ লাখ ৬৬ হাজার ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে। সেগুলোর ব্যবস্থাপনার দায়িত্ব প্রকৃতপক্ষে জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের ওপর ন্যস্ত থাকবে।’
নির্বাচনে নিরপেক্ষতা অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় উল্লেখ করে সিইসি বলেন, ‘রাজনৈতিক দল, ব্যক্তি কিংবা রাজনৈতিক কোনো নেতার কথায় কাজ করবে না নির্বাচনী কর্মকর্তারা। জনগণ কিসে উপকৃত হবে সেটা তাদের দেখতে হবে। ’
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে সম্ভব হলে রাজনৈতিক দলের পোলিং এজেন্টদেরও প্রশিক্ষণ দিতে চায় কমিশন। এক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা প্রত্যাশা করেন সিইসি।
অনুষ্ঠানে রাজনীতিবিদদের সঙ্গে নির্বাচনী কর্মকর্তাদের দুরত্ব ঘোচানোরও আহ্বান জানান নুরুল হুদা।