সময় সংবাদ লাইভ রিপোর্টঃচলতি বছর হচ্ছে না প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এ শিক্ষাবর্ষেও প্রাথমিকের সব শ্রেণির শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান মূল্যায়ন করবে। এর মাধ্যমেই পরবর্তী শ্রেণিতে উন্নীত করার ব্যবস্থা নেয়া হবে। অর্থাৎ এ বছরও প্রথাগত বার্ষিক পরীক্ষা হচ্ছে না। অ্যাসাইনমেন্টের মতো কিছু পদক্ষেপের মাধ্যমে প্রাথমিকের শিক্ষার্থীদের মূল্যায়ন করবে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান।
এর আগে গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জানানো হয়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে প্রধানমন্ত্রী সার-সংক্ষেপে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। ২০২০ শিক্ষাবর্ষে যেভাবে স্ব স্ব বিদ্যালয়ের মাধ্যমে মূল্যায়ন করা হয়েছে, সেভাবে ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মূল্যায়ন করা যেতে পারে।
অন্যদিকে এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও হচ্ছে না। তবে মাধ্যমিকে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত তিন বিষয়ে (বাংলা, ইংরেজি ও গণিত) বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা গ্রহণ করা হবে।
এ বিষয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান শাহীন সময় সংবাদ লাইভকে বলেন ইতিমধ্যে শ্রেণী ভিত্তিক মুল্যায়নের সকল প্রস্তুতি আমাদের নেয়া আছে,তাই আমরা শিক্ষকরা মন্ত্রনালয় ঘোষিত সময়ের মধ্যে শ্রেণী ভিত্তিক মুল্যায়ন পরীক্ষা নিতে কোন সমস্যা হবেনা.