সময় সংবাদ লাইভ রির্পোটঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার প্রস্তুতি শুরু হয়েছে। এ বিষয়ে নতুন করে নির্দেশনা জারি করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।
শনিবার (২৯ মে) মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সময় সংবাদ লাইভকে বলেন, ‘আগামী ১৩ জুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান শুরু করতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সব বিদ্যালয়ে ক্লাস শুরু করতে দেশের জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হবে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরিচ্ছন্নতার কাজ শেষ করা হবে।
’তিনি আরও বলেন, ‘সরকারি নির্দেশনা মোতাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যবিধি সংক্রান্ত জারি করা নির্দেশনা অনুসরণ করে পাঠদান করতে হবে। কোথাও এর ব্যত্যয় হলে সেই বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংস্কার করা হচ্ছে।’
এদিকে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা সাপেক্ষে আগামী ১৩ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা এবং শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৭ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়।
সময় সংবাদ লাইভ।