Header Border

ঢাকা, বুধবার, ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.৩°সে

প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ট্রেনে কাটা পড়লো স্কুলছাত্রী

ট্রেনে কাটা পড়ে মারা গেল নুসরাত জাহান তোয়া।

সময় সংবাদ রিপোর্টঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেল নুসরাত জাহান তোয়া নামে এক স্কুলছাত্রী। আজ মঙ্গলবার উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘারিন্দা রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) আব্দুস সবুর।নাসির উদ্দিন ও শায়লা বেগম দম্পতির বড় মেয়ে নুসরাত জাহান। তারা এলেঙ্গা শামসুল হক কলেজের সামনে একটি ভাড়া বাসায় দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামে। নিহত নুসরাত এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ড্রেস পড়া একটি মেয়ে ও একটি ছেলে রেললাইনে বসে থাকতে দেখা যায়। সকাল ৯টা ১০ মিনিটের দিকে উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মেয়েটি ঘটনাস্থলেই মারা যান এসময় ছেলেটি একটু নীচে থাকায় প্রাণে রক্ষা পান। পরে মেয়েটিকে রেখে ছেলেটি দ্রুত পালিয়ে যান।

নুসরাতের মা শায়লা বেগম কান্না জড়িত কণ্ঠে জানান, সকালে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে একটু আগেই বের হয়। এজন্য আমি আর আমার ছোট মেয়ে খানিকটা পথ এগিয়েও দিয়ে আসি। বান্ধবীর বাসায় থেকে পরীক্ষা দিতে যাওয়ার কথা। কিন্তু ও রেললাইনে কীভাবে গেল বুঝতে পারছি না।এএসআই আব্দুস সবুর জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

m/p…

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

রাতভর ইসরাইল-ইরানের হামলা
ইরানের হামলায় হতাহত বহু ইসরায়েলি
মেজর সিনহা হত্যায় ওসি প্রদীপ ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল
সংকুচিত বাজেট,বাড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়
দ্বিতীয় দিনের মতো শাহবাগে চলছে ছাত্র-জনতার বিক্ষোভ
গভীর রাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আরও খবর