সময় সংবাদ লাইভ রির্পোটঃফেনী জেলা ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস রিলিজ নিয়ে বিতর্ক মতবাদ প্রকাশ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের ১নং সাংগাঠনিক সম্পাদক মামুন বিন সত্তার।তার ক্ষোভ প্রকাশ করেন তার নিজ ফেসবুক ওয়ালে আজ পোস্ট করেন।তার পোষ্টটি হুবহু পাঠকের জন্য তুলে ধরা হলো।
“ছাত্রলীগকে বলা হয় অগ্রসেনা দল।অথচ আজ বিভিন্ন ইউনিটে যা দেখতে পাই তা হলো “পাচাটা দালাল”। বাংলাদেশ ছাত্রলীগ, x জেলা শাখা,। এই সামান্য জিনিসটাতেও সবাই একই ভুল করে। যারা নিজের নাম লিখতে পারে না তাদের দিয়ে কিভাবে সংগঠন পরিচালিত হবে?
কাউকে যদি বলা হয় আপনার নাম কি,আপনার বাবার নাম কি? যদি ভুল লেখেন উদাহরণস্বরুপ আবুল কালাম- কালাম আবুল কেমন হয়!!
বাংলাদেশ ছাত্রলীগ, ফেনী জেলা শাখার নব- নির্বাচিত সভাপতি- সাধারণ সম্পাদক তাদের প্রথম প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই হলো নমুনা-
আমি খুব আতংকিত।মেধাহীন- অপদার্থ দিয়ে মাঠে খাটানো যায় কিন্তু নেতা বানানো যায় না।
একজন নেতার অন্যতম বৈশিষ্ট্য হবেঃ
১.পড়ুয়া
২.সামাজিক গুনাবলি সম্পন্ন
৩. অসাম্প্রদায়িক
৪. সংস্কৃতমনা
৫.Geo- politics নিয়ে ধারণা থাকতে হবে।
৬.আন্তর্জাতিক সম্পর্কে জ্ঞান থাকা চাই।
৭.অপরাধবিজ্ঞানে সুস্পষ্ট Idea থাকবে।
৮. বাংলাদেশ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, জাতীয় চার নেতা,আওয়ামী লীগ,ছাত্রলীগ,স্বাধীনতা,সম- সাময়িক বিষয় ইত্যাদি
৯.স্বশিক্ষায় সুশিক্ষিত
১০.বাগ্মী
আজকে দেখলাম ফেনীর সংসদ সদস্য- নিজাম হাজারীর নাম দিয়ে উক্ত ইউনিটের সভাপতি- সাধারণ সম্পাদক প্রেস রিলিজ দিল।কি যুগ আইলোরে! একমাত্র ছাত্রলীগ হলো দেশরত্ন শেখ হাসিনার।সেই ছাত্রলীগ অন্য কারো হোক এই জন্য সিন্ডিকেট বিরোধী আন্দোলন করি নি।”
সময় সংবাদ লাইভ।