সময় সংবাদ লাইভ রিপোর্ট:করোনার ঝুঁকি উপেক্ষা করে এবং সামাজিক দূরত্ব বজায় না রেখে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাট দিয়ে ঢাকামুখী শত শত যাত্রী পারাপার হচ্ছে এবং ঢাকা থেকে এ ঘাট দিয়েও আসছে।
মঙ্গলবার ( ১২ মে ) সকাল থেকেই ঘাট এলাকায় যাত্রীদের চাপ দেখা গেছে। প্রতিটি ফেরি উপচে পড়া ভিড় নিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করছে।
করোনাভাইরাসের কারণে পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স পারাপার করার জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট সীমিত আকারে ফেরি চলাচল করছে। এই সুযোগে ফেরিতে শত শত যাত্রী গাদাগাদি হয়ে পারাপার হচ্ছে। তবে ঘাট এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশাসনের তৎপরতা দেখা যায়নি।
দৌলতদিয়া ঘাট শাখার বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক মো. আবু আবদুল্লাহ রনী জানান, করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে এ রুটে সীমিত আকারে ফেরি চলাচল করছে। এই রুটে মোট ছোট-বড় মিলে ১৬টি ফেরি রয়েছে। এর মধ্যে ৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।