Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৯.৯৬°সে

ফের জাফরুল্লাহর বিরুদ্ধে জমি দখলের মামলা

সময় সংবাদ রিপোর্ট:গণ্যস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সদস্য জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আবারও জমি দখলের অভিযোগে মামলা হয়েছে। এ নিয়ে আশুলিয়া থানায় জাফরুল্লাহর বিরুদ্ধে জমি দখলের চারটি মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে নাসির আহম্মেদ নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। মামলায় জাফরুল্লাহ চৌধুরীকে প্রধান আসামি করে গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলাম শিশির ও আওলাদ হোসেনের নাম উল্লেখসহ আরও বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার থেকে জানা গেছে, আশুলিয়ায় জফরুল্লাহর মালিকানাধীন গণ্যস্বাস্থ্য কেন্দ্রের পাশে নলাম এলাকার নাসির আহম্মেদ নামে এক ব্যক্তি ১৪ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছে। তবে গত কয়েক মাস যাবৎ ওই জমি দখল করে নেওয়ার জন্য পায়তারা করে আসছেন জাফরুল্লাহর লোকজন।  এ ছাড়া সাইনবোর্ড ভেঙে ফেলা ও জমিতে লাগানো গাছ কেটে ফেলে দিয়েছে গণস্বাস্থ্যের কর্মীরা। এ ঘটনায় জমির মালিক বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেন। এর আগে গণ্যস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সদস্য জাফরুল্লাহ চৌধুরীর নামে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে ২১ অক্টোবর সেলিম আহম্মেদ নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন।  একই অভিযোগে ১৯ অক্টোবর রাতে হাসান ইমাম ও ১৫ অক্টোবর রাতে মানিকগঞ্জের মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি পৃথক দুটি মামলা করেছেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

তত্ত্বাবধায়কের ঘোষণা এলে সংলাপে বসবে বিএনপি
বিকল্প ফর্মুলা নিয়ে ভাবছে আ’লীগ!
ঢাকাসহ কয়েক জেলায় খানিকটা স্বস্তির বৃষ্টি
৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
লোডশেডিং ও দুর্নীতির প্রতিবাদে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
আজ থেকে পেঁয়াজ আমদানি

আরও খবর