সময় সংবাদ রিপোর্ট:প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছোট পরিসরে আবারও সংলাপ চেয়ে দ্বিতীয়বারের মতো চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ রোববার পৌনে ১২টার দিকে ঐক্যফ্রন্টের নেতা আ অ ফ শফিক উল্লাহ ও বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই চিঠি নিয়ে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে পৌঁছান।
এর আগে গতকাল শনিবার রাতে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠক শেষে চিঠি দেওয়ার সিদ্ধান্তের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত বৃহস্পতিবার (১ নভেম্বর) ও শুক্রবার (২ নভেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবারের মতো সংলাপে অংশ নেয় ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্ট।