Header Border

ঢাকা, মঙ্গলবার, ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ৩১.১৯°সে

‘ফ্রেন্ডস’ বানান ভুল লিখে ট্রোলড শাহরুখকন্যা সুহানা

ডেইলি নিউজ ডেস্ক রিপোর্ট॥ রুপালি পর্দায় কবে অভিষেক হচ্ছে শাহরুখকন্যা সুহানার তা সময়সাপেক্ষ হলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। নিজের ইনস্টা অ্যাকাউন্টে ছবি পোস্ট করছেন তিনি নিয়মিতই। সুহানা বলতেই যেন নেট জগতে ভাইরাল কিছু।

এ নিয়ে বিটাউনে কম গুঞ্জনও শোনা যায় না। শাহরুখকন্যা বলেই নাকি ফটো সাংবাদিকদের চোখ সুহানার পিছু ছাড়ে না।

আর সে কারণেই সুহানা কী করছেন, কার সঙ্গে ঘুরছেন সবই চলে আসে সোশ্যাল মিডিয়ায় ও সংবাদমাধ্যমে।

আর সুহানার এসব খবরে বুঁদ হয়ে থাকেন নেট জনতা। প্রশংসা বা সমালোচনা করতে ভোলেন না অনেকে। প্রায়ই ট্রোলড হন তিনি।

এবার এমনই এক পোস্টের জন্য ট্রোল হয়েছেন সুহানা। তবে এবার কোনো পার্টিতে মত্ত হওয়ার ছবি পোস্ট করে নয়, নেট জনতার হাস্যরসের খোড়াক হয়েছেন তিনি ভিন্ন এক কারণে।

সম্প্রতি পার্টিতে আনন্দ করছেন এমন ছবি পোস্ট করে সেখানে ক্যাপশনে সুহানা Friends শব্দটির বানান ভুল লিখেছেন।

আর সেই ছবিতে অনেকেই সুহানাকে সঠিক বানান লেখার পরামর্শ দেন।

ফ্রেন্ডস বানান সুহানা জানেন না বলে কটাক্ষ করেছেন কেউ কেউ।

কেউ বলেছেন, আপনি আগে ফ্রেন্ড বানান শিখে আসুন এরপর পার্টিতে যোগ দিন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাজেটের আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
কবি বন্ধু দেলোয়ারের ’’অপেক্ষার সীমানায়’’
বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে আহ্বান
গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদ কর্তৃক বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
সাত ব্যাংকেই ৩৬ হাজার কোটি টাকার ঋণ সালমান এফ রহমানের
এ বছর বেশি শীত অনুভূত হওয়ার কারণ কী ?

আরও খবর