Header Border

ঢাকা, সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল) ১৮.৯°সে
শিরোনাম
গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদ কর্তৃক বার্ষিক বনভোজন অনুষ্ঠিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা ছাত্রদলের ২০তম বিসিএস ফোরামের নতুন কমিটি : আহ্বায়ক জিয়াউদ্দিন,সদস্যসচিব আব্দুল্লাহ্ আরেফ আব্দুল্লাহ আরেফের অভিযানে সাবেক মেয়র জাহাঙ্গীরের ক্যাশিয়ার রুহুল আমিন আটক! অভ্যুত্থানের ৪ মাস পেরোতেই ঐক্যে ফাটলের সুর হঠাৎ উধাও বোতলজাত সয়াবিন তেল, বিপাকে ক্রেতারা চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ, মাংস ও সবজি প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে সেনা প্রধানের সাক্ষাৎ সেনাবাহিনীর এই অভিযানে একজন অপরাধীও যেন বাদ না যায় ! সেনাবাহিনীর এই অভিযানে একজন অপরাধীও যেন বাদ না যায় !

বঙ্গবন্ধু’তে কত টাকা পারিশ্রমিক নেন শুভ

সময় সংবাদ লাইভ রির্পোটঃ প্রায় এক যুগ ধরে শোবিজ অঙ্গনে কাজ করে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। মাত্র ২৫৭ টাকা নিয়ে ময়মনসিংহ থেকে ঢাকায় আসা এই অভিনেতা কাজ করেছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমায়। শুরুটা হয়েছিল ২০১০ সালে খিজির হায়াত খানের ‘জাগো’ সিনেমার মাধ্যমে। এরপর শুধুই এগিয়ে চলার গল্প।

শুভর অভিনয় জীবনের সেরা এক চরিত্র, শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য বড় বাজেটের একটি সিনেমা ‘বঙ্গবন্ধু’। ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুতে অভিনয়ের আনুষ্ঠানিক প্রস্তাব পান শুভ। তার আগে পাঁচ দফা তাকে অডিশন দিতে হয়েছে। এই সিনেমায় কত টাকা পারিশ্রমিক নিয়েছেন শুভ? তা জানার কৌতুহল হয়তো অনেকের।

শুভ জানালেন, মাত্র ১ টাকা! অবিশ্বাস্য হলেও সত্য। মাত্র এক টাকার বিনিময়ে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বড় বাজেটের এই সিনেমায় অভিনয় করেছেন তিনি। আর সেই পারিশ্রমিক পাওয়া এক টাকার চেকের ছবিও তিনি প্রকাশ করেছেন তার ফেসবুকে।

শুভর ভাষ্য, ‘একজন অভিনয়শিল্পী হিসেবে আমার মনে হয়েছে, একটা চরিত্র ফুটিয়ে তুলতে হলে সেটার নার্ভ ধরতে হয়, হোক সেটা ফিকশনাল বা কাল্পনিক। শুনেছি, বঙ্গবন্ধু তার জীবনের ১১ বছর ৪ মাস ২২ দিন কারাগারে কাটিয়েছেন। এই মানুষটার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য স্যাক্রিফাইস। জীবদ্দশায় তিনি মানুষ ও দেশের জন্য কেবল ত্যাগই করে গেছেন। বঙ্গবন্ধুর সাহস আর স্যাক্রিফাইসের কাছে আমার এই স্যাক্রিফাইস কিছুই না। সেই ভাবনা থেকেই পরিচালককে বলেছিলাম, প্রাপ্য যাই হোক, আমি নেব না। এও বলেছিলাম, যেহেতু আমার রক্ত, ঘাম সবই এই সিনেমায় থাকবে, তাই ফ্রিতে কাজ করব না, পারিশ্রমিক নেব। তাই আমি এক টাকা নিয়েছি।’

শুভ তার এই পরিশ্রমিকের শর্ত আগেই জানিয়েছিলেন। আর তার এই শর্তে মুগ্ধ হয়েছেন সবাই। যদিও শুরুতে সিনেমা কর্তৃপক্ষ বিষয়টি মানতে নারাজ ছিল। কিন্তু শুভর ইচ্ছের কাছে অবশেষে বিষয়টি মেনে নেন তারা। পরিচালক শ্যাম বেনেগালের কাছে তার উপাধিই হয়ে যায় ‘ওয়ান টাকা আর্টিস্ট’।

শুভ মনে করেন, এটা তার জীবনের অন্য রকম এক স্বীকৃতি। বাংলাদেশের একজন অভিনয়শিল্পী হিসেবে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় অনেক বড় সম্মানের। সেখানে অর্থ নগণ্য।

এদিকে, ভারতের মুম্বাইয়ে ‘বঙ্গবন্ধু’র অনেক অংশের কাজই শেষ হয়েছে। শিগগিরই বাংলাদেশ অংশের শুটিং শুরু করবেন নির্মাতা শ্যাম বেনেগাল।

সময় সংবাদ লাইভ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদ কর্তৃক বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
সাত ব্যাংকেই ৩৬ হাজার কোটি টাকার ঋণ সালমান এফ রহমানের
এ বছর বেশি শীত অনুভূত হওয়ার কারণ কী ?
শাহজালালে ৮ কেজি স্বর্ণসহ এয়ারক্রাফট মেকানিক আটক
‘অনৈতিক’ প্রস্তাবের অভিযোগ নায়িকার, আব্দুল্লাহ জহির বাবুর অস্বীকার
অনেক পরিচালক আমাকে হোটেল-রেস্টুরেন্টে ডাকে : জেবা

আরও খবর