সময় সংবাদ লাইভ রির্পোটঃকঠোর লকডাউনের কারণে বেশ কড়াকড়ি বরিশাল শহর জুড়ে। এরই মধ্যে সাংবাদিক পরিচয়ে লকডাউন উপেক্ষা করে চলাচল করায় আটক করা হয় এক যুবককে। সময় টিভির প্রতিনিধি পরিচয় দেয়া ওই ভুয়া সাংবাদিক পরে পুলিশ কর্মকর্তা ও ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে মুক্তি পায়। তবে তার ব্যবহৃত মোটরসাইকেলের কোনো বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় পুলিশ সেটি জব্দ করে।
শনিবার (৩ জুলাই) দুপুরে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন নথুল্লাবাদ চেকপোস্টে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা জানান, দুপুরে নথুল্লাবাদ চেকপোস্ট পরিদর্শনে আসেন উপ-পুলিশ কমিশনার মঞ্জুর রহমান। তিনি আসার কিছুক্ষণ পরেই এক যুবক একটি মোটরসাইকেল নিয়ে চেকপোস্ট পার হওয়ার চেষ্টা করেন। এসময় ওই যুবক নিজেকে সময় টিভির স্টাফ রিপোর্টার পরিচয় দেয়ায় সন্দেহ হয় উপ-পুলিশ কমিশনারের। এরপর তিনি ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিষয়টি যাচাই বাছাইয়ের অনুরোধ করলে বিশ্বজিৎ কর্মকার নামের ওই যুবক ভুল হয়েছে স্বীকার করে নিজেকে বরিশাল সময় নিউজ ডটকমের স্টাফ রিপোর্টার বলেন। যে অনলাইন পোর্টালটির অফিস ঝালকাঠির নলছিটিতে। তবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই যুবক জানায় অনলাইন পোর্টালটির কাজ চলছে। তিনি এখনও কাজ শুরু করেনি।
ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে সাংবাদিক পরিচয় দিয়ে অপকর্ম করবে না বলে জানিয়ে মুক্তি পায়। তবে তার সাথে থাকা মোটরসাইকেলের কোনো কাগজ পত্র না থাকায় এবং হেলমেট ব্যবহার না করায় মোটরসাইকেলটি আটক করে এয়ারপোর্ট থানায় নিয়ে যাওয়া হয়।
সময় টিভির স্টাফ রিপোর্টার পরিচয়দানকারী বিশ্বজিৎ কর্মকার বলেন, আমি সময় টিভির সাংবাদিক বলিনি, বলেছি সময় নিউজের। আপনারা ভুল শুনেছেন। আমি মুলত বরিশাল সময় নিউজ ডট কমে কাজ করি। এটার মালিক ঝালকাঠির নলছিটির। আমি বরিশাল বিভাগের স্টাফ রিপোর্টার। স্টাফ রিপোর্টার এর অর্থ কি জিজ্ঞাসা করা হলে উপস্থিত সাংবাদিকদের সে কোনো জবাব দিতে পারেনি।
বরিশাল এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, ওই যুবক ক্ষমা প্রার্থনা করায় তাকে আটক করা না হলেও সাংবাদিক পরিচয় দেয়া ওই ব্যক্তির মোটরসাইকেল আটক করা হয়েছে। চেকপোস্টে আমরা বেশ সতর্ক অবস্থায় রয়েছি। ভুয়া পরিচয় দিয়ে কেউই আমাদের সামনে থেকে বের হতে পারবে না।
সময় সংবাদ লাইভ।