Header Border

ঢাকা, শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল) ১৯.৬৫°সে

বরিশাল নথুল্লাবাদে লকডাউন চলছে ঢিলে ঢালা

সময় সংবাদ লাইভ রির্পোটঃসরকারের পূর্ব গোসিত কঠর লকডাউন (১৪ ই এপ্রিল থে‌কে ২০ এপ্রিল)। কিন্তু সরকারের এতো প্রাচারনা সত্যেও নথুল্লাবাদ এর স্থানীয় মানুয ও ব্যাবসায়ীরা সরকারের নির্দেশনা মানছে না।

সরোজমিনে গিয়ে দেখা গেছে, নামকরা অনেক কম্পানির শোরুম নথুল্লাবাদে অবস্থিত। তারা অনলাইন সেবার নামে সরকার কে দোকা দিচ্ছে। তারা শোরুমের এক শাটার খোলা রেখে বা গোডাউনে ডিসপ্লে করে পুরোদমে কোন স্বাস্থ সেবা না মেনে পন্য বিক্রি করছে যার মাধ্যমে করনা ছড়ানোর সম্ভাবনা বেশি।

কম্পানির স্টাফদের সাথে কথা বলে জানা যায় তারাও শোরুম বন্দ রাখার পক্ষে তারাও দেশের এইরকম করনা পরিস্তিতে ডিউটি করতে ভয় পাচ্ছে কিন্তু কম্পানির  উদ্ধতন কর্মকর্তার চাপ এবং শোরুম ম্যানেজারদের চাপের কারনে তারা ডিউটি করতে বাদ্য হচ্ছে অন্যথায় তাদের কে বদলি ও চাকুরীচুত্ত করার হুমকি দিচ্ছে।
এইসব কম্পানি তাদের স্বার্থ সিদ্ধির জন্য অনলাইনকে টোপ হিসেবে ব্যাবহার করছে।
নথুল্লাবাদ এ প্রশাষনের কোন তৎপরতা সকাল থেকে চোখে পরে নি। চাকুরীরত স্টাফদের ভাস্য হচ্ছে প্রাশাষন তাদের কোম্পানিকে জরিমানা করুক যাতে কম্পানির শিক্ষা হয়।
কঠোর লগডাউন এর প্রথম দিনে এহেন ঢিলে ঢালা ভাব হলে পরের দিন গুলো তে কেউ লগডাউন মানবে কিনা সে নিয়ে প্রশ্ন আছে।
নথুল্লাবাদ এর আরএফএল বেষ্টবাই শোরুম প্রকাশ্যে খোলা রাখছে। তাদের দেখা দেখি অন্যান্য শোরুমগুলোও গোপনে তাদের বিক্রয় কার্যক্রম অভ্যাহত রাখছে।
তাই প্রশাষনকে উক্ত বিষয়টি নজরে এনে যথাযথ ব্যাবস্থা গ্রহণের আবেদন জানাচ্ছি।

সোহেল মাহমুদ, 

নলছিটি প্রতিনিধি। 

সময় সংবাদ লাইভ /১৪এপ্রিল।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অভ্যুত্থানের ৪ মাস পেরোতেই ঐক্যে ফাটলের সুর
হঠাৎ উধাও বোতলজাত সয়াবিন তেল, বিপাকে ক্রেতারা
চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ, মাংস ও সবজি
সেনাবাহিনীর এই অভিযানে একজন অপরাধীও যেন বাদ না যায় !
সেনাবাহিনীর এই অভিযানে একজন অপরাধীও যেন বাদ না যায় !
আজ ঢাকায় সমাবেশ,৯ মহানগরে শোভাযাত্রা;নতুন বার্তা দেবেন তারেক রহমান

আরও খবর