Header Border

ঢাকা, সোমবার, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৯.৯৬°সে

বরিশাল বিভাগে করোনা আক্রান্তর সংখ্যা ৭৫

সময় সংবাদ লাইভ রিপোর্ট : দক্ষিণাঞ্চলীয় বিভাগ বরিশালে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫-এ উন্নীত হল। এ অঞ্চলের অনেক প্রত্যন্ত গ্রামেগঞ্জেও করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। যাদের বেশীরভাগই নারায়নগঞ্জ থেকে আগত বা তাদের সংস্পর্ষে আসা মানুষ। আক্রান্তদের সিংহভাগই বরিশাল জেলায়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ জেলায় ৩৩ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এরপরেই সর্বাধীক আক্রান্ত জেলা বরগুনা। আক্রান্ত রোগীর সংখ্যা ১৮। অপেক্ষাকৃত এ ছোট জেলা সদরের বাইরের কয়েকটি উপজেলাতেও করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। মারা গেছেন বেতাগী উপজেলাতে ৭২ বছর বয়েসী একজন। এছাড়া পটুয়াখালীতে ১৩, ঝালকাঠীতে ৬ এবং পিরোজপুরে এ পর্যন্ত ৫ জন করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। তবে দ্বীপ জেলা ভোলাতে এখনো কোন করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। বৃহস্পতিবার সকালের পূর্ববর্তি ৪৮ ঘন্টায় দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ৭ জন নতুন কোভিড-১৯ রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে বুধবার দুপরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় ৫ জন এবং বৃহস্পতিবার সকাল পর্যন্ত আরো দুজন নতুন রোগী সনাক্ত হয়েছে। যাদের একজন বরিশালের বাবুগঞ্জে, অপরজন বরগুনা সদরে। বুধবার সনাক্ত হওয়া ৫ জন রোগীর মধ্যে পটুয়াখালীত ২ এবং বরিশালের হিজলা, বাবুগঞ্জ ও ঝালকাঠীতে ১ জন করে রোগী পাওয়া গেছে।
বৃহস্পতিবার পর্যন্ত শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ৫৯ জন। যার মধ্যে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই রয়েছেন ১১ জন। এখনো করোনা আক্রান্তদের অনেকেই হোম আইসোলেশনে চিকিৎসাধীন বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কর্মসূচির অনুমতি চাইতে গিয়ে জামায়াতের ৪ নেতা আটক
২৪ ঘণ্টায় ৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
বাংলাদেশ সঙ্ঘাতে নয়, শান্তিতে বিশ্বাসী : প্রধানমন্ত্রী
জাতির ক্রান্তিকালে জিয়াউর রহমানের সাহসী নেতৃত্ব ছিল অবিস্মরণীয় : মির্জা ফখরুল
অনুমোদন নেই ডায়াগনস্টিক সেন্টারের, ২ লাখ টাকা জরিমানা করে সিলগালা
অ্যাম্বুলেন্সে করে আদালতে নিপুণ রায়

আরও খবর