সময় সংবাদ লাইভ রির্পোটঃ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এদের সকলেই করোনা ওয়ার্ডের আইসোলেশন বেডে চিকিৎসাধীন ছিলেন।
এ নিয়ে এ হাসপাতালের আইসোলেশন বেডে ৬২৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে ৩৪ জনের করোনার রিপোর্ট অপেক্ষমান রয়েছে। এছাড়াও এ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ২৩১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিচালক আরও জানান, গত বছর মার্চে করোনা ওয়ার্ডের শুরুতে শয্যা সংখ্যা ছিলো ১৫০টি, যা পর্যায়ক্রমে বাড়িয়ে ৩শ’ বেডে উন্নীত করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট ৩১১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। করোনা ওয়ার্ডের ২২টি আইসিইউ বেডের সবগুলোতেই চিকিৎসাধীন রয়েছেন মুমূর্ষু রোগী।
২৪ ঘণ্টার ব্যবধানে বরিশাল জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুণেরও বেশি শনাক্ত হয়েছে। রবিবার আক্রান্তের সংখ্যা ২২১ জনে থাকলেও সোমবার জেলায় আক্রান্ত হয়েছেন ৪৯২ জন।
মঙ্গলবার সকালে বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানান, করোনা সংক্রমণের হার দিন দিন বেড়েই চলছে। তবে সোমবার যে আক্রান্তের হারের সংখ্যা পাওয়া গেছে তা অত্যন্ত উদ্বেগজনক।
তিনি জানান, আক্রান্ত ৪৯২ জনের মধ্যে বরিশাল সিটি করপোরেশন এলাকাতেই রয়েছেন ৩৩৮ জন। নতুন আক্রান্ত নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ১০ হাজার ১০৪ জন।
এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবেও বাড়ছে করোনা শনাক্তের হার। সর্বশেষ রবিবার রাতের রিপোর্টে শনাক্তের হার ৫৫ ভাগ। ২০০টি নমুার মধ্যে এ ল্যাবে ১১০ জনের পজিটিভ আসে।
সময় সংবাদ লাইভ।