Header Border

ঢাকা, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল) ২৪.৫৩°সে
শিরোনাম
প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে সেনা প্রধানের সাক্ষাৎ সেনাবাহিনীর এই অভিযানে একজন অপরাধীও যেন বাদ না যায় ! সেনাবাহিনীর এই অভিযানে একজন অপরাধীও যেন বাদ না যায় ! অন্তর্বর্তী সরকারকে আরও সময় দিতে চায় বিশ্ব সম্প্রদায় ! ফিলিস্তিনকে সমর্থন ও ইসরাইলকে বয়কটের আহ্বান এরদোগানের আজ ঢাকায় সমাবেশ,৯ মহানগরে শোভাযাত্রা;নতুন বার্তা দেবেন তারেক রহমান মোজাম্মেল-শাহরিয়ার-শ্যামল ৭ দিনের রিমান্ডে ডিসি নিয়োগ নিয়ে আজও বিক্ষোভ সচিবালয়ে অন্তর্বর্তীকালীন সরকারে কাছে ৯টি দফা দাবি জানিয়েছে নদী ও প্রাণ-প্রকৃতি নিরাপত্তার সামাজিক সংগঠন ‘নোঙর ট্রাস্ট’। ভারত পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে প্রভুত্বের রাজনীতি করেছে: মির্জা ফখরুল

বরিশাল মেডিকেলের করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু

সময় সংবাদ লাইভ রির্পোটঃ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এদের সকলেই করোনা ওয়ার্ডের আইসোলেশন বেডে চিকিৎসাধীন ছিলেন।

এ নিয়ে এ হাসপাতালের আইসোলেশন বেডে ৬২৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে ৩৪ জনের করোনার রিপোর্ট অপেক্ষমান রয়েছে। এছাড়াও এ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ২৩১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিচালক আরও জানান, গত বছর মার্চে করোনা ওয়ার্ডের শুরুতে শয্যা সংখ্যা ছিলো ১৫০টি, যা পর্যায়ক্রমে বাড়িয়ে ৩শ’ বেডে উন্নীত করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট ৩১১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। করোনা ওয়ার্ডের ২২টি আইসিইউ বেডের সবগুলোতেই চিকিৎসাধীন রয়েছেন মুমূর্ষু রোগী।

২৪ ঘণ্টার ব্যবধানে বরিশাল জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুণেরও বেশি শনাক্ত হয়েছে। রবিবার আক্রান্তের সংখ্যা ২২১ জনে থাকলেও সোমবার জেলায় আক্রান্ত হয়েছেন ৪৯২ জন।

মঙ্গলবার সকালে বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানান, করোনা সংক্রমণের হার দিন দিন বেড়েই চলছে। তবে সোমবার যে আক্রান্তের হারের সংখ্যা পাওয়া গেছে তা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি জানান, আক্রান্ত ৪৯২ জনের মধ্যে বরিশাল সিটি করপোরেশন এলাকাতেই রয়েছেন ৩৩৮ জন। নতুন আক্রান্ত নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ১০ হাজার ১০৪ জন।

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবেও বাড়ছে করোনা শনাক্তের হার। সর্বশেষ রবিবার রাতের রিপোর্টে শনাক্তের হার ৫৫ ভাগ। ২০০টি নমুার মধ্যে এ ল্যাবে ১১০ জনের পজিটিভ আসে।

সময় সংবাদ লাইভ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ওষুধের দামে নাভিশ্বাস
লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
‘খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর বিষয়ে সরকারের কিছু করার নেই’
সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত ৮০ হাজার ছাড়াতে পারে
লাখ ছুঁই ছুঁই ডেঙ্গু রোগী
আগস্টে রেকর্ড ডেঙ্গু আক্রান্তের আশঙ্কা

আরও খবর