*সময় সংবাদ লাইভ রির্পোটঃ ঈদুল ফিতর উপলক্ষে টানা ৩ দিনের ছুটি কাটিয়ে ফের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।রোববার (১৬ মে) সকাল সাড়ে ১১টায় ভারত থেকে পণ্য বোঝাই একটি ট্রাক বন্দরের প্রবেশের মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হয়।
হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর রোববার (১৬ মে) থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।