সময় সংবাদ লাইভ রির্পোটঃগত ২৪ ঘণ্টায় আবারও মারা গেছেন ১০১ জন। গতকালও একই সংখ্যার মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, যা একদিনে সর্বোচ্চ মৃত্যু্। এর আগে ১৪ এপ্রিল মারা যান ৯৬ জন, ১৫ এপ্রিল মারা যান ৯৪ জন।
শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ৩ হাজার ৪৭৩ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ১৫ হাজার ২৫২ জনে।
মোঃনূর আমিন আকন,
স্টাফ রির্পোটার।
সময় সংবাদ লাইভ /১৭এপ্রিল।