সময় সংবাদ রিপোর্টঃ বিশ্বের অন্যতম বড় মিউজিক কনফারেন্স ওয়ার্ল্ডওয়াইড মিউজিক এক্সপো (ওম্যাক্স)। আগামী ২৭ অক্টোবর পর্তুগালের পোর্তোতে শুরু হবে এবারের আসর। ওম্যাক্সের ওয়েবসাইটের তথ্যমতে, এবার ৯০টি দেশের ২৬০ জন সংগীতশিল্পীসহ আড়াই হাজারের বেশি সংগীত পেশাদার এই কনফারেন্সে অংশ নেবেন। বিশ্বের খ্যাতিমান পেশাদার সংগীতশিল্পীরা এতে একত্রিত হয়ে মতবিনিময় করবেন। এতে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন চিরকুট ব্যান্ডের দলনেতা শারমীন সুলতানা সুমি।
সুমির ভাষ্য, ‘বাংলাদেশের ব্যান্ড হিসেবে দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক নানা আয়োজনে অংশ নিচ্ছে চিরকুট। ২০১৬ সালে টেক্সাসে সাউথ বাই সাউথ ওয়েস্ট ফেস্টিভ্যালে আমরা অংশ নিয়েছিলাম। উৎসবের পরিচালক টড আমাদের পারফরম্যান্স দেখেছিলেন। এ বছর ওম্যাক্স ২১”র জুরি সদস্য তিনি। টড আমাকে উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।’ প্রতি বছর ভিন্ন ভিন্ন দেশে অনুষ্ঠিত হয় ওম্যাক্স। এবার ফুটবলার রোনালদোর দেশ পর্তুগালে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এটি। আগামী ২০ অক্টোবর সুইজারল্যান্ডে যাবেন সুমি। সেখান থেকে ২৬ অক্টোবর ওম্যাক্সে অংশ নিতে পর্তুগালের পোর্তোতে পৌঁছাবেন বলে জানিয়েছেন ‘আহারে জীবন’খ্যাত এই কণ্ঠশিল্পী।