Header Border

ঢাকা, সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল) ১৮.৯°সে
শিরোনাম
গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদ কর্তৃক বার্ষিক বনভোজন অনুষ্ঠিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা ছাত্রদলের ২০তম বিসিএস ফোরামের নতুন কমিটি : আহ্বায়ক জিয়াউদ্দিন,সদস্যসচিব আব্দুল্লাহ্ আরেফ আব্দুল্লাহ আরেফের অভিযানে সাবেক মেয়র জাহাঙ্গীরের ক্যাশিয়ার রুহুল আমিন আটক! অভ্যুত্থানের ৪ মাস পেরোতেই ঐক্যে ফাটলের সুর হঠাৎ উধাও বোতলজাত সয়াবিন তেল, বিপাকে ক্রেতারা চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ, মাংস ও সবজি প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে সেনা প্রধানের সাক্ষাৎ সেনাবাহিনীর এই অভিযানে একজন অপরাধীও যেন বাদ না যায় ! সেনাবাহিনীর এই অভিযানে একজন অপরাধীও যেন বাদ না যায় !

বাংলাদেশ-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ

*সময় সংবাদ লাইভ রির্পোটঃ : বাংলাদেশ-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজটি। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচগুলো সরাসরি দেখাবে গাজী টিভি এবং টি স্পোর্টস। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ প্রথম ম্যাচেই জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ। অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে জয় নেই বাংলাদেশের। এর আগে চারটি ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে বাংলাদেশ। তবে এবার ঘরের মাঠে সিরিজ জয়ের স্বপ্ন বাংলাদেশের। প্রথম ম্যাচে জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় অস্ট্রেলিয়াও। নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চের পরিবর্তে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দিবেন ম্যাথু ওয়েড। টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সুযোগ খুব কমই পেয়েছে বাংলাদেশ। মাত্র চারটি ম্যাচ খেলেছে টাইগাররা। কোন জয় নেই এই চার ম্যাচে। তবে এবার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ। ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিতে স্মরণীয় করে রাখতে চায়। নিজেদের কন্ডিশন এবং অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ কয়েকজন তারকা ক্রিকেটার না থাকায় আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে টাইগারদের। এছাড়া বাংলাদেশ সফরে আসার আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে হারে অস্ট্রেলিয়া। অপর দিকে জিম্বাবুয়ের মাটিতে টেস্ট-ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে সদ্য দেশে ফিরেছে টাইগাররা। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে অনেক আত্মবিশ্বাসী টাইগাররা। তার পরও বিশ্বসেরা ক্রিকেট দলটিকে নিয়ে সতর্ক থাকতে হচ্ছে বাংলাদেশকে। অস্ট্রেলিয়ার মত বাংলাদেশও তামিম ইকবাল-মুশফিকুর রহিম ও লিটন দাসের মত বেশ কিছু তারকা খেলোয়াড়কে সিরিজে পাচ্ছে না। হাঁটুর ইনজুরির কারণে সিরিজে নেই তামিম। শ্বশুরের অসুস্থার কারনে সিরিজ মিস করছেন লিটন দাস। জৈব-সরুক্ষা বলয় নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কঠোর অবস্থানের কারনে সিরিজে খেলতে পারছেন না মুশফিকুর রহিম। তবে দলের সেরা তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পাচ্ছে বাংলাদেশ। এই ফরম্যাটে ক্রিকেটে ১শ উইকেট থেকে মাত্র ৫ উইকেট দূরে তিনি। তাই সাকিবের জন্য এ সিরিজটি বাড়তি অনুপ্রেরনা যোগাবে। ব্যাট হাতে সাকিবের ফর্মে ফেরাটা বাংলাদেশের জন্য একটা ইতিবাচক দিক। বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো বলেন, ‘আমাদের সেরা কম্বিনেশন খুঁজে বের করার চেষ্টা করতে হবে এবং কিছু তরুণ খেলোয়াড়ের উন্নতি ঘটাতে চাই। দ্বিতীয়ত, অস্ট্রেলিয়ার সাথে নিয়মিত খেলবে না বাংলাদেশ। তাই এটি আমাদের জন্য একটি বড় সিরিজ এবং আমরা ভালো খেলার জন্য বদ্ধপরিকর।’ অবশ্য প্রথম ম্যাচে জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় অস্ট্রেলিয়াও। যদিও অভিজ্ঞ ক্রিবেটার ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যারন ফিঞ্চকে ছাড়াই মাঠে নামবে দলটি। নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চের পরিবর্তে দলের নেতৃত্ব দিবেন ম্যাথু ওয়েড। ফিঞ্চের ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে এবং গত গ্রীষ্মে ভারতের বিপক্ষে দলের নেতৃত্ব দেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে গত সপ্তাহে ফিঞ্চ দেশে ফিরে যাওয়ায় বাংলাদেশের বিপক্ষে দলের নেতৃত্ব দিচ্ছেন ওয়েড।
বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মাসাদ্দেক হোসেন সৈকত ও রুবেল হোসেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ষোড়শ এশিয়া কাপের পর্দা উঠছে আজ
হোয়াইটওয়াশ এড়াতে আজ মাঠে নামছে বাংলাদেশ
ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিমের
হঠাৎ সংবাদ সম্মেলনের ডাক তামিমের, আসতে পারে বড় ঘোষণা
আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ফাইনালে ভারতের সঙ্গে পারল না বাংলাদেশের মেয়েরা

আরও খবর