সময় সংবাদ লাইভ রিপোর্ট : রাজধানীর শাহবাগের একটি বাস কাউন্টারের ড্রয়ারে পাওয়া গেছে একটি শিশু। অজ্ঞাত ব্যক্তিরা দেড় মাস বয়সী শিশুটির হাত-পা গুটিয়ে ড্রয়ারের ভেতর রেখে পালিয়ে গেছে। গতকাল ১৩ সেপ্টেম্বর, রবিবার রাত ৯টার দিকে শিশুটির কান্না শুনে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে। পরে পুলিশ শিশুটিকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শারীরিক অবস্থা ভালো রয়েছে।
বর্তমানে ওই শিশুটিকে রমনা থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। কারা তাকে রেখে গেছে এ বিষয়ে জানতে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।