Header Border

ঢাকা, সোমবার, ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩১.৯৬°সে

বিএনপি চাইলেও প্রার্থী হতে রাজি না ড. কামাল

সময় সংবাদ রিপোর্ট:একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাচ্ছেন না জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। বিএনপির পক্ষ থেকে তাকে প্রার্থী হতে অনুরোধ জানালে শারীরিক অসুস্থতার কথা জানান। গত ৯ নভেম্বর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের জনসভায়ও তিনি এ কারণে যেতে পারেনি। তবে মোবাইল ফোনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন ড. কামাল। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, ‘ড. কামাল হোসেনকে আমিও নির্বাচনে প্রার্থী হতে অনুরোধ করেছি। কিন্তু তিনি কোনোভাবেই রাজি হচ্ছেন না।’ একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ড. কামাল হোসেন। দেশে-বিদেশে তার পরিচতি কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ায় বিএনপি। একই সঙ্গে খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের দাবিসহ সাত দফার পক্ষে জোরালো অবস্থান নেন আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো দেশের বিশিষ্ট রাজনীতিকরা। ড. কামালের ঘনিষ্ঠ সূত্র তার বরাত দিয়ে জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি বাসায়ই থাকছেন গেল কয়েক দিন ধরে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ দম্পতিকে আটক
রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
লোডশেডিং হতে পারে আরও দুই সপ্তাহ : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বার্নিকাটের গাড়িতে হামলা : অধিকতর তদন্ত প্রতিবেদন ৯ জুলাই
দেশের সার্বিক পরিস্থিতি বোঝার চেষ্টা করছে জাপান: আমীর খসরু
নতুন ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আরও খবর