সময় সংবাদ রিপোর্টঃ দীর্ঘ সময় পর আবারও বিজ্ঞাপনের কাজে অংশ নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। সম্প্রতি একটি কোমল পানীয়ের বিজ্ঞাপনের শুটিং করেছেন তিনি। খুব শিগগিরই এটি প্রচারে আসবে। তমার ভাষ্য, ‘সবসময়ই আমি মানসম্মত কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এই বিজ্ঞাপনটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আমার কাজ করে বেশ ভালো লেগেছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে। আর সামনে এমন বিজ্ঞাপন পেলে কাজ করার ইচ্ছা আছে।’এদিকে, করোনাকাল শুরু হওয়ার আগে শাহনেওয়াজ কাকলীর পরিচালনায় ‘ফ্রম বাংলাদেশ’ নামের একটি সিনেমায় অভিনয় করেন তমা মির্জা। এটির কাজ এখনো অসম্পূর্ণ আছে।
এ ছাড়া আরিফুর রহমানের পরিচালনায় ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ এবং শাহরিয়ার নাজিম জয়ের ‘পাপকাহিনী’ সিনেমার কাজও হাতে আছে তমার। এগুলোর শুটিংও অসমাপ্ত রয়েছে। অভিনয়ের পাশাপাশি একজন প্রযোজক হিসেবেও কাজ শুরুর ঘোষণা দিয়েছেন তিনি। তবে করোনা পরিস্থিতির কারণে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারছেন না বলে জানান এই অভিনেত্রী।
এম/পি….