সময় সংবাদ রিপোর্ট:আগাম প্রচারণার ব্যানার-ফেস্টুনসহ বিভিন্ন বিলবোর্ড সরিয়ে ফেলার সময় আরও তিন দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশন কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের এক কর্মশালায় একথা জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
সিইসি বলেন, ‘নির্বাচনে সকল প্রার্থীকে সমান সুযোগ দিতে হবে। আইনের মাধ্যমে কী কী সুবিধা আছে সেগুলো তাদের বোঝাতে হবে। যদি তাদের বোঝানো যায় তাহলে সহযোগিতা পাওয়া যাবে। আর তাদের সহযোগিতা নিয়েই নির্বাচন পরিচালনা করতে হবে।’ এ সময় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইসি কর্তৃক সব নিয়মাবলী অনুসরণ করতে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেন কে এম নুরুল হুদা।